শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৬
আপডেট
২৪ ঘণ্টায় সিলেট ও চট্টগ্রাম ছাড়াও আরও বেশি কিছু এলাকায় বৃষ্টি হতে পারে আশ্রমে ইতোপূর্বে ১৩৫ জনের মৃত্যু হয়েছে,মিল্টন সমাদ্দার তিন দিনের রিমান্ডে জাবিতে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, আটক ৪ বৃহস্পতিবার দ্বাদশ সংসদ মন্ত্রিসভার শপথ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৮ আসনের ফলাফল গেজেট আকারে প্রকাশ জাবি ছাত্রীদের নবনির্মিত ফজিলাতুন্নেছা হলে সিগারেটের আগুন থেকে আগ্নিকাণ্ড ট্রেনে আগুনে ‘পুড়ে ছাই’ বাবাকে দেখে ঢাকায় ফেরা হলো না এলিনার গাইবান্ধা-৩ আসনের প্রার্থী নিজেই দিন-রাত মাইকে নিজের জন্য ভোট চাইছেন ‘একাই একশ’ চট্টগ্রাম-১২ আসনের স্বতন্ত্র প্রার্থী হুইপ সামশুলকে জুতা নিক্ষেপ, ভাইকে ‘কান ধরে উঠ বস’ ২৯ ডিসেম্বর ভোটের মাঠে সেনা নামছে ‘পরিপত্র জারি’
Home / বিনোদন / শনিবার থেকে স্টার সিনেপ্লেক্সে চলবে ‘আদম’

শনিবার থেকে স্টার সিনেপ্লেক্সে চলবে ‘আদম’

এশিয়ান বার্তা ডেস্ক:-  আশির দশকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের গ্রামীণ জনপদে ঘটে যাওয়া কঠিন বাস্তবতা আর জীবনবোধের গল্পে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘আদম’। ‘আদম থাইকা আদম সন্তান কেউ ফেরেশতা কেউ বা শয়তান’ ট্যাগ লাইনের চলচ্চিত্রটি নির্মাণ করেছেন নির্মাতা আবু তাওহীদ হিরণ। চলচ্চিত্রটি ঈদুল ফিতর উপলক্ষে দেশজুড়ে অভিজাত সব প্রেক্ষাগৃহ গুলোতে মুক্তি পেয়েছে।

শুক্রবার (২৮ এপ্রিল) থেকেও সব অভিজাত প্রেক্ষাগৃহে ‘আদম’ চলচ্চিত্রটি প্রদর্শন হবে। তবে বিপত্তি হয় ঢাকার অভিজাত প্রেক্ষাগৃহ স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা শাখায়। কিছু কারিগরি সমস্যার কারণে শুধুমাত্র শুক্রবারের (২৮ এপ্রিল) চলচ্চিত্রটির শো বন্ধ থাকবে এখানে। শনিবার (২৯ এপ্রিল) থেকে যথারীতি স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা শাখায় ‘আদম’ চলচ্চিত্র প্রদর্শিত হবে। সিনেমা হল সংকটের মধ্যেও ঈদে সর্বাধিক আটটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। সাম্প্রতিক এতো সংখ্যক সিনেমা এক দিনে মুক্তির ঘটনা বিরল! ঈদের কয়েকটি প্রেক্ষাগৃহের খবর নিয়ে জানা যায়, গড়পতায় চলেছে সিনেমাগুলো। ভিন্ন চিত্র দেখা গেছে ‘আদম’ সিনেমার ক্ষেত্রে। গল্প নির্ভর চলচ্চিত্র যেসকল দর্শক দেখতে চায় তারাই মূলত ‘আদম’ দেখতে প্রেক্ষাগৃহে ভিড় করছে। দর্শকদের অনেকের ভাষ্য, ‘গল্পই চলচ্চিত্রটির প্রাণ। ‘আদম’ চলচ্চিত্রটি মুক্তির ঠিক কয়েকদিন আগে অভিযোগ উঠেছিল- ইসলাম ও হিন্দু ধর্মের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাতের। মূলত ট্রেইলার প্রকাশের পর এমন অভিযোগ উঠে। তবে যারা ‘আদম’ চলচ্চিত্রটি দেখছেন তাদের মতে, এমন কোন বিষয় চলচ্চিত্রটির দৃশ্যে নির্মাতা তুলে ধরেননি যেটি ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে। ‘আদম’র গল্প ভালো, নতুন প্রজন্মের অভিনয় শিল্পীদের অভিনয়ও তৃপ্তি দিয়েছে তাদের। ‘আদম’ চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান, জান্নাতুল ফেরদৌস ঐশী, রাইসুল ইসলাম আসাদ, শহীদুজ্জামান সেলিম, প্রাণ রায়, মনিরা মিঠু, রঙ্গন হৃদ্য, অ্যালেন শুভ্র, সুমনা সোমা, আফফান মিতুল, ইকবাল হোসেন, মিলন ভট্টাচার্য প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*